বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
কামাল লোহানীর মৃত্যুতে জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের শোক

কামাল লোহানীর মৃত্যুতে জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের শোক

দর্পন ডেস্ক: ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, প্রথিতযশা লেখক সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ নেতৃবৃন্দ। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

শনিবার (২০ জুন) এক শোকবার্তায় তারা বলেন, সাংবাদিকতার পাশাপাশি ভাষা আন্দোলন, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে কামাল লোহানী বিপুল অবদান রেখেছেন। একজন আদর্শবান ও গুণী মানুষ হিসেবে মহান মুক্তিযুদ্ধের আর্দশ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা এবং দেশের সংস্কৃতি বিকাশের আন্দোলনে পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে দেশ একজন বরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো।

শোক প্রকাশকারীরা হচ্ছেন- জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সাম্যবাদী কবি ও সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, সিলেট জেলা শাখার সভাপতি ছড়াশিল্পী অজিত রায় ভজন, সহ সভাপতি দেবব্রত রায় দিপন, কবি মোহাম্মদ নুরুল ইসলাম, জান্নাত আরা খান পান্না, সাধারণ সম্পাদক কবি মিজান মোহাম্মদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির জীবন, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত লিটন, কার্যকরী সদস্য- গীতিকবি হরিপদ চন্দ, নাট্যকার বাবুল আহমদ, কবি সুমন বনিক, উপন্যাসিক পলাশ আফজল, কবি আসমা বেগম, মহানগর শাখার সভাপতি কাউন্সিলর নাজনীন আকতার কণা, সাধারণ সম্পাদক অজয় বৈদ্য অন্তর।

উল্লেখ্য, রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে কামাল লোহানীর মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।

কারিগরি সহায়তায়ঃ-ওরাকল আইটি