বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৫ অপরাহ্ন
দর্পণ ডেস্ক : ঢাকার কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে আগুনে দগ্ধ দুইজনের একজন মারা গেছেন। রোববার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই আগুনে দগ্ধ আকতার হোসেনেরও শারীরিক অবস্থাও ভালো নয়।
মিরপুর থানার ওসি মোস্তাজিরুর রহমান বলেন, আনোয়ার ভাঙ্গারি দোকানের কর্মচারী ছিলেন।
শুক্রবারে রাতে ভাঙ্গারির এক দোকান থেকে আগুনের উৎপত্তি হয়েছিল। পরে কয়েকটি আসবাবপত্রের দোকান পুড়ে বস্তিতে আগুন লাগে। ওই আগুনে মোট ৮৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয় বলে তিনি জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।