শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৬ অপরাহ্ন
কান নিয়েছে
এম,আর,মনজু
কান নিয়েছে চিলে শুনে
রহিম আলি পৌড়ায়
নিজের কানে হাত না দিয়ে
চিলের পেছন দৌড়ায়।
ক্লান্ত হয়ে বাড়ি ফিরে
হাত দিলো সে কানে
লজ্জা পেয়ে মাথা নত
বুঝতে পারে মানে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।