শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
কবি এম আর মনজু’র কবিতা – কান নিয়েছে

কবি এম আর মনজু’র কবিতা – কান নিয়েছে

কান নিয়েছে
এম,আর,মনজু

কান নিয়েছে চিলে শুনে
রহিম আলি পৌড়ায়
নিজের কানে হাত না দিয়ে
চিলের পেছন দৌড়ায়।

ক্লান্ত হয়ে বাড়ি ফিরে
হাত দিলো সে কানে
লজ্জা পেয়ে মাথা নত
বুঝতে পারে মানে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।

কারিগরি সহায়তায়ঃ-ওরাকল আইটি