শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৪ অপরাহ্ন
দর্পণ ডেক্স: জ্যোতির্ময় সরকার (তপু) পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস, এসএমপি, সিলেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
০২ জুলাই ২০২০ খ্রিঃ তারিখে জ্যোতির্ময় সরকার পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস এসএমপি, সিলেট এর দায়িত্ব গ্রহণ করেন।
বিসিএস ৩০তম ব্যাচের কর্মকর্তা জ্যোতির্ময় সরকার পিপিএম এর বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানায়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ২০১২সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
জ্যোতির্ময় সরকার পিপিএম পূর্বে সিলেট মহানগর পুলিশ এর সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি মডেল থানা), সার্কেল এএসপি (জকিগঞ্জ- বিয়ানীবাজার),সহকারী পুলিশ কমিশনার (মোগলাবাজার), সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ সুরমা), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিলেট নগরীতে বিভিন্ন ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, চুরি, ছিনতাই রোধকল্পে অগ্রণী ভূমিকা পালন এবং রাজনৈতিক সহিংসতা দমনে সাহসিকতার জন্য তিনি ২০১৮ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক লাভ করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।