শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৬ অপরাহ্ন
নিদান কালে রোমান্টিক ছড়া
এম.আর.মনজু
হওনা তুমি কোকিল,শ্যামা
কালীর চেয়েও কালো
আমার কাছে দূর্গা তুমি
সীতার চেয়েও ভালো।
তাজমহলের পাথর জুড়ে
মমতাজের চোখ
লুকিয়ে আছে আজ সেখানে
শাহজাহানের সূখ।
আমার চোখে সুন্দর তুমি
এই পৃথিবীর সেরা
হওনা কালো,শ্যামলা বরণ
চোখটি পটল চেরা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।