বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:১৭ পূর্বাহ্ন
ঈদে বায়না
-এম.আর.মনজু
এই ঈদে দিহানের
একটাই যে বায়না
রিমুট গাড়ি ছাড়া
আর কিছু চায়না।
ঃসার্ট নাও,প্যান্ট নাও
পাঞ্জাবী,টুপী টাও।
ঃনা,আর কিছু চাই না
কোনো খেলনা পাই না
ওই এক গাড়ি ছাড়া
অন্য কিছু চাই না।
ঃহেসে বলি নানু ভাই
কিনে নাও ঐ গাড়িটাই।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।