বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তিঃ
আমাদের সিলেট দর্পণ  ২৪ পরীক্ষামূলক সম্প্রচার চলছে , আমাদেরকে আপনাদের পরামর্শ ও মতামত দিতে পারেন news@sylhetdorpon.com এই ই-মেইলে ।
এম আর মনজু’র কবিতা “ধাক্কা “

এম আর মনজু’র কবিতা “ধাক্কা “

ধাক্কা
এম.আর.মনজু

ধাক্কা লাগাও ধাক্কা-
জিমিয়ে পড়া বুদ্ধিজীবির
গায়ে লাগাও ধাক্কা
ধাক্কা লাগাও ধাক্কা।

কিছু লোভী ভন্ড নেতা
উলট পালট চলছে
সন্ত্রাসী আর মাদক সেবী
নেশার ঘোরে টলছে।

অনেকেরে দিলাম সবাই
সোনার দেশটা গড়তে
তারা শুধু টাকার নেশায়
পাঠায় আমায় মরতে।

নন্দলালের মতো কেহ
ঘরের বসে থেকো না
মনের ভেতর চেঁপে রেখে
দেশের ছবি এঁকো না।

অসহায়দের পাশে থেকে
এ দেশটাকে গড়তে
শক্তহাতে কলম ধরো
ত্রান চোরাদের ধরতে।

ধাক্কা লাগাও ধাক্কা
ধাক্কা লাগাও ধাক্কা

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।

কারিগরি সহায়তায়ঃ-ওরাকল আইটি