শুক্রবার, ০১ Jul ২০২২, ১১:৪২ পূর্বাহ্ন
দর্পণ ডেস্ক : সিলেট এমসি কলেজে গৃহবধূকে ধর্ষণের মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সুনামগঞ্জের জেলার ছাতক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত সাইফুর রহমান সিলেটের বালাগঞ্জ উপজেলার সোনাপুরের চান্দাইপাড়ার মো. তাহিদ মিয়ার ছেলে।
এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে এমসি কলেজ হোস্টেলে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন কর্মী।
এ ঘটনায় ভুক্তভোগির স্বামী বাদি হয়ে শাহপরান থানায় মামলা দায়ের করেন। যেখানে আসামি ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, মাহফুজুর রহমান, শাহ মাহবুবুর রহমান মনি, অর্জুন শস্কর, বহিরাগত রবিউল ও তারেক। এছাড়াও অজ্ঞাত আরও তিনজন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।