বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৪৬ পূর্বাহ্ন
দর্পণ ডেস্ক : নগরীর ওয়েসিস হাসপাতালে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতালটিকে ৩ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
রোববার রাত সাড়ে ১১টায় এই তথ্যটি নিশ্চিত করে র্যাব-৯ এর গণমাধ্যম শাখা।
আদালত পরিচলনা করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।
অভিযানটি পরিচালনা করেন র্যাব-৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।
সুত্র জানায়, অভিযানকালে ওয়েসিস হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও সরকারি বিধি পালন না করে প্রতিষ্ঠান পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-৯ সিপিএসসি, ইসলামপুর কোম্পানির অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।