বুধবার, ৩১ মে ২০২৩, ১০:৩৩ অপরাহ্ন
দর্পণ ডেস্ক : ফুল ফুটোক আর নাই ফুটোক তবুও আজ নাফিজা’র জন্মদিন, আনন্দে মেতেছে সিদরাতুল মুনতাহা নাফিজা’র দুনিয়া, পাখিরাও গাইছে নতুন সুরে জানাতে তোমায় অভিনন্দন।
আজ ২৪ জানুয়ারি সিদরাতুল মুনতাহা নাফিজা’র দ্বিতীয় জন্মদিন। আজ তারা ভরা রাতের আলোতে মায়ের হাতে হাত রেখে দ্বিতীয় জন্মদিনের কেক কাটছে নাফিজা। পাশে মেয়ের মাথায় লালটুপি আর কেক দেখে খানিকটা মিষ্টি হেসে বসেছিল নাফিজা’র আব্বু ।
সাংবাদিক মোঃ সেলিম উদ্দিন ও ফেরদৌস আক্তার শিফা দম্পতির প্রথম কন্যা সন্তান সিদরাতুল মুনতাহা নাফিজা। তার জন্ম দিনে শুভেচ্ছা জানিয়েছেন দাদা, দাদী, নানু, চাচা, খালা মণি সহ আত্নীয় স্বজনেরা। জন্ম তোমার সুখের লাগিয়া। “জন্ম তোমার ধন্য হউক, অন্তর হউক পূণ্য ফুলের মতো ফুটবে তুমি, মানব জাতির জন্য” মহান রবের কাছে দোয়া করি তিনি যেন তোমাকে নেক হায়াৎ দান করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ সিলেট দর্পণ ।